সংবাদপত্রের পাঠক জরিপ বিশেষভাবে পাঠকদের পাঠ্যাভ্যাস ও সংবাদ ভাবনা

10/02/2013 18:18

“সংবাদপত্রের পাঠক জরিপ ঃ বিশেষভাবে পাঠকদের পাঠ্যাভ্যাস ও সংবাদ ভাবনা’’ বিষয়ক এ গবেষণার ফলাফলে দেখা যায়, শতকরা ১০০ ভাগ পাঠক পত্রিকা পড়েন। অধিকাংশ পাঠক একটি পত্রিকা পড়ার পাশাপাশি  ৩০ মিনিটের বেশি সময় পত্রিকা পাঠে ব্যয় করেন। ৬২% পাঠক বাংলা এবং ৩৮% পাঠক বাংলা ও ইংরেজী দু’ভাষার সংবাদপত্রই পড়েন। তারা (পাঠক) রাজনৈতিক সংবাদ পড়ার  ব্যাপারে বেশি আগ্রহী। এছাড়া শিক্ষক, ছাত্র, সংবাদিক এবং প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ দু’ভাষার সংবাদপত্র পড়ার পাশাপাশি চারটির অধিক পত্রিকা পড়েন। ৬টির কম দেশি (জাতীয়/ আঞ্চলিক) সংবাদ পড়েন শতকরা ৪৩ জন এবং আন্তর্জাতিক সংবাদ পড়েন শতকরা ৭০ জন । অল্প সংখ্যক বাদে অধিকাংশ লোকই আন্তর্জাতিক সংবাদের চেয়ে দেশের খবরা-খবর বেশি পাঠ করেন। আমাদের দেশের সংবাদপত্রে প্রকাশিত জাতীয়/ আঞ্চলিক সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদের মান নিয়ে পাঠক সমাজ সন্তুষ্ট নয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯% মনে করেন, সংবাদপত্রগুলোতে আঞ্চলিক সংবাদের পরিবর্তে রাজধানীর খবরা-খবর প্রাধান্য পাচ্ছে। জাতীয় দৈনিক গুলোতে প্রয়োজনীয় পরিমাণ দেশি সংবাদ প্রকাশ হচ্ছে বলে মনে করেন ৩৩% পাঠক।

শতকরা ৬৯ জনের মতে সংবাদপত্রে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদের মান মোটামুটি ভাল। বিশ মিনিটের কম আন্তর্জাতিক সংবাদ পড়ার প্রবণতা রয়েছে শতকরা ৬৫ জনের মধ্যে। অধিকাংশ ব্যক্তি মনে করেন সংবাদপত্রে প্রয়োজনের চেয়ে কম আন্তর্জাতিক সংবাদ প্রকাশিত হচ্ছে । এছাড়া আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে উন্নত দেশগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করেন ৯২% পাঠক। আর বেশির ভাগের মতে এ দেশের পত্র-পত্রিকায় বিভিন্ন ইস্যুর মধ্যে যুদ্ধের সংবাদ গুরুত্ব পায়।
Download Full