A Socio Economic Analysis on Santichokti in Chittagong Hilly Tracts for Peace

23/04/2013 14:24
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি আর্থ-সামাজিক বিশ্লেষণ
 
শান্তি চুক্তি বিশ্লেষণ ঃ বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও প্রতিক্রিয়া
 
শান্তিচুক্তির১ ফলে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ দুই দশকেরও অধিক সময় যাবৎ বিরাজমান সংঘাতের আপাত সমাধান সম্ভব হয়েছে। এই চুক্তি সরকার ও জনসংহতি সমিতির মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে সম্পাদিত হয়েছে। চুক্তি নিয়ে নানাভেদ মতভেদ থাকা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের ক্ষেত্রে এ চুক্তি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
 
শান্তিচুক্তি বিশ্লেষণ ঃ
 
দীর্ঘকাল ধরে পার্বত্য চট্টগ্রামে সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজমান ছিল। বহু রক্তপাত ও প্রাণহানি ঘটেছে। শান্তি চুক্তির ফলে সমস্যা লাঘবের প্রচেষ্টা চালানো সহজ হয়েছে। তবে চুক্তি সম্পর্কে মতানৈক্য রয়েছে এবং সক্রিয় প্রতিক্রিয়া, বর্তমান আছে।
 
শান্তি চুক্তি ঃ উদ্দেশ্য ও লক্ষ্য 
 
শান্তিচুক্তির উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ নিম্নরূপ ঃ
 
প্রথমত, শান্তিচুক্তি দু’যুগের বেশি সময়ের জঙ্গল যুদ্ধের অবসান ঘটায়। সবচেয়ে প্রভাব পড়ে অস্ত্রের ব্যবহারের অবসান এবং শান্তিবাহিনী ও শরনার্থী উভয়ের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন, দ্বিতীয়ত, কাউন্টার ইপ্সারজেন্সিতে ব্যয়িত বিপুল পরিমাণ সম্পদ এ অঞ্চলের অর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগানোর জন্য, তৃতীয়ত, সেনাবাহিনীর যেসব জোয়ান জঙ্গল যুদ্ধের দুরূহ কাজটি সেরিব্রাল ম্যালিরিয়া সদৃশ অপরিচিত পরিবেশে দক্ষতার সাথে সম্পন্ন করেছে তাদের জন্য স্বাভাবিক পেশাগত জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি, চতুর্থত,